নূরানী বিভাগ

এ বিভাগে মোট ৫টি শ্রেণি রয়েছে ঃ

১।  শিশু শ্রেণি

  • যারা কোন অক্ষরই চেনে না, তাদের জন্য।

২।  ১ম শ্রেণি

৩।  ২য় শ্রেণি

৪।  ৩য় শ্রেণি

৫।  বিশেষ শ্রেণি।

  • যারা কমপক্ষে ৩য় শ্রেণির বাংলা, অংক ও ইংরেজি বই ভালভাবে পড়তে পারে।
  • ১ বৎসরেই কালেমা, হাদীস, মাসআলা, কুরআনসহ সকল নূরানী বিষয় পড়ানো।
  • উপযুক্ত হলে ১ বৎসরেই হিফজ খানায় উত্তলন।
  • অন্যথায় কিতাব বিভাগে পড়ার উপযোগী করা তোলা।
Back to top button